Sunday, September 14, 2025

সারা রাত চলছে ভোট গণনা, জাকসু ফলাফল কখন?

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে টানা সারা রাত ধরে। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতেই শুরু হয় গণনা কার্যক্রম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম। তিনি বলেন, “ভোট গণনা করতে আজ সারা রাত লেগে যাবে। আশা করছি কাল দুপুরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যাবে।”

আরও পড়ুনঃ  অনানুষ্ঠানিক ফলাফলে ভিপি জিএস পদে এগিয়ে আছেন যারা

তিনি আরও জানান, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিকেল ৫টার সময় ভোটের লাইনে যারা উপস্থিত ছিলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

ভোটগ্রহণ শেষে প্রতিটি হল থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয় সিনেট হলে। রাত সোয়া ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়, যা চলতে থাকে টানা সারা রাত।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের স্বার্থে জাকসুর ফল মেনে নেয়ার আহবান ছাত্রদলের এজিএস প্রার্থী ইকরার

এদিকে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ অন্তত আরও চারটি প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাদের দাবি, নতুন করে জাকসু নির্বাচন আয়োজন করতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ